চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় কলা বোঝাই মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (৪৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরর সিঅ্যান্ডবি পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেলযোগে রাস্তা পার হওয়ার সময় দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহর অভিমুখি যাওয়া একটি কলা বোঝাই মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

মন্তব্য করুন