আমার হার্ট অ্যাটাক হয়নি: ইনজামাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪
অ- অ+

পাকিস্তান ক্রিকেট তথা পুরো ক্রিকেট বিশ্বের বড় খবর হয়েছিল, পাকিস্তানের সাবেক পেসার ইনজামাম-উল-হকের হার্ট অ্যাটাক। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়, বলে হয়েছিল খবর— তবে পুরো তথ্যটা সত্য নয়! সুস্থ হয়ে উঠে এক ভিডিও বার্তায় ইনজামাম নিজেই জানালেন, হার্ট অ্যাটাক হয়নি তার।

তাহলে পাকিস্তানের সব সংবাদমাধ্যম বা পাকিস্তান ক্রিকেটের বিবৃতি কি ভুল ছিলো? বিষয়টি তেমনও নয়। বাড়িতে বিশ্রাম করছেন জানিয়ে ইনজামাম ভিডিও বার্তায় বলেন, ‘আমি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম-তারা বলছে, আমার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। এটা ভুল! আমি এ ব্যাপারটা পরিষ্কার করে জানাতে চাই। আমার আসলে হার্ট অ্যাটাক হয়নি। চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলাম। সেখানে আমার অ্যানজিওগ্রাফি করা হয়। অ্যানজিওগ্রাফিতে আমার হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে ব্লক ধরা পড়লে আমার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।’

১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইনজামাম-উল-হক। ছবি: ইন্টারনেট।

তবে ভুল খবর হলেও তার ভক্ত-সমর্থকরা এতে বেশ শঙ্কায় পড়ে গিয়েছিলেন। তার সুস্থতা কামনা করে টুইট করেছিলেন ওয়াসিম আকরাম, হার্শা ভোগলে সহ আরো অনেকে। ১২ ঘন্টা হাসপাতালে থাকার পর বাড়ি ফিরে তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানান পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। ‘আমি পাকিস্তানসহ ক্রিকেট দুনিয়ার সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাঁরা সবাই আমার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন, আমার প্রতি শুভকামনা জানিয়েছেন।’

পাকিস্তান ক্রিকেট এর আগে জানিয়েছিলেন, ইনজামাম গত তিন দিন যাবৎ বুকে ব্যাথা অনুভব করছিলেন। পরে প্রাথমিক পরীক্ষা করান। সেখানে তেমন সমস্যা ধরা না পড়লেও সবশেষ পরীক্ষাগুলোতে তার ছোট্ট একটি অ্যাটাক ধরা পড়ে। এতে তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে যেতে হয়েছে। যদিও পুরো বিষয়টি খোলাশা করেছেন ইনজামাম।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা