‘বিগ বস’-এ রিয়াকে লোভনীয় প্রস্তাব

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫
অ- অ+

কিছুদিন আগে শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৫তম সিজনের ওটিটি পর্ব। সেটি সঞ্চালনা করেছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। এবার আগামী ২ অক্টোবর থেকে সালমান খানের সঞ্চালনায় শুরু হতে যাচ্ছে ‘বিগ বস ১৫’-এর টেলিভিশন পর্ব। টানা কয়েক বছর ধরে সালমানই এই শো সঞ্চালনা করছেন।

‘বিগ বস’ শুরুর আগে প্রতিযোগী তালিকার কয়েকজনের নাম প্রকাশ্যে এলেও খ্যাতনামাদের নাম এখনও জানা যায়নি। সেই না জানা থেকেই শুরু হয়েছে জল্পনা। সেই জল্পনায় ইন্ধন দিয়েছে মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদন বলছে, বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

রিয়াকে নাকি ‘বিগ বস’ কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে ৩৫ লাখ টাকার প্রস্তাব দিয়েছে। এর আগে কোনো খ্যাতনামা প্রতিযোগী এত পরিমাণ পারিশ্রমিক পাননি। যদিও এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দেননি রিয়া বা অনুষ্ঠান কর্তৃপক্ষ। তবে সম্প্রতি ‘বিগ বস’ স্টুডিওর বাইরে রিয়াকে দেখা গেছে। তার পর থেকেই জল্পনা তুঙ্গে।

সালমান খানকে এই প্রতিযোগিতায় সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে আরও একবার। একই সঙ্গে অভিনেতা করণ কুন্দ্রা, প্রতীক সেহজপাল, উমর রিয়াজ, অভিনেত্রী তেজস্বী প্রকাশ, শমিতা শেঠি প্রমুখের নাম উঠে এসেছে এবারের প্রতিযোগী হিসেবে। সেই তালিকায় নাকি রিয়ার নামও রয়েছে। তবে এখনও নাম ঘোষণা হয়নি।

ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা