নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ১৫:০৯| আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫:৩৪
অ- অ+

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার সোহেল সরকার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালক ঈদ্রিস হোসেন।

শনিবার সকালে নাটোর পৌর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল সরকার সদর উপজেলার সুলতানপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ জানান, সকালে নাটোর শহরের বড়হরিশপুর থেকে রাজশাহীর দিকে রওনা হয় ট্রাকটি। এসময় চালক বসে থেকে হেলপারকে ট্রাকটি চালাতে দেয়। হেলপার ট্রাকটি চালিয়ে নিয়ে শহরের পিটিআই মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রাকে থাকা দুজনই আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল সরকার মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা