ঠাকুরগাঁওয়ে জামাতাকে নির্যাতনের মামলার বিরুদ্ধে পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২১, ১২:০৭

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গাছে বেঁধে জামাতাকে অমানবিক নির্যাতন মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন অভিযুক্তরা। এতে স্থানীয় সাংবাদিক মাহবুবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

নির‌্যাতনের শিকার নাসিরুল ইসলামের স্ত্রীর বাবা করিমুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।

উপজেলার ভাংবাড়ী গ্রামের করিমুল ইসলামের মেয়ে কেয়া মনি একই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামের সঙ্গে প্রেম করে আসছিল। পরিবারের লোকজন তাদের সম্পর্ক মেনে না নিলে গত ৯ সেপ্টেম্বর পালিয়ে গিয়ে ঠাকুরগাঁও নোটারি পাবলিক অব বাংলাদেশ কার্যালয়ে গিয়ে এফিডেভিট মূলে বিয়ের ঘোষণা দেয় তারা। এরপর তারা নারায়ণগঞ্জে গিয়ে সংসার করতে থাকে। সেখানে থাকাকালে উভয় পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেবে আশ্বাসে তারা বাড়িতে ফিরে আসে। পরে তারা দুজনেই নিজ নিজ বাড়িতে অবস্থান করতে থাকে। এ অবস্থায় গত ২০ সেপ্টেম্বর বিকালে নাসিরুল তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ভাংবাড়ী বগুড়াপাড়া স্কুলের দিকে গেলে মেয়ের পিতা করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে ধরে নিয়ে যায় এবং একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে বাঁশের লাঠি দিয়ে অমানবিক নির্যাতন করে। এরপর গুরুতর অবস্থায় নাসিরুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে রানীশংকৈল থানা পুলিশ তৎপর হয়ে উঠে মেয়ের মা সেলিনা বেগম ও বাবা করিমুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই ঘটনায় নাসিরুলের বাবা পাঁচজনকে আসামি করে রানীশংকৈল থানায় একটি পাল্টা মামলা করেন।

এদিকে, এ ঘটনায় নির্যাতনের শিকার নাসিরুলের পরিবারে এখন আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সাংবাদিক মাহবুব হোসেন জানান, নাসিরুলকে অমানবিক নির্যাতনের সংবাদ পরিবেশন করায় এবং মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

রানীশংকৈল থানার ওসি জানান, জামাতাকে নির্যাতনের মামলার আসামি করিমুল ইসলাম সস্ত্রীক জেল খাটার কারণে নিজের মেয়েকে ভুক্তভোগী সাজিয়ে অপহরণের মামলা দায়ের করার কথা শুনেছি। একটি মামলা হতে বাঁচতে আরেকটি মামলার অবতারণা করা সঠিক সিদ্ধান্ত না। তদন্তপূর্বক এ বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

এই বিভাগের সব খবর

শিরোনাম :