পাবনায় সাতসকালে সড়কে গেল তিন প্রাণ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ১১:৩৮| আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৩:০৮
অ- অ+

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মোটরসাইলের এক চালকও আছেন।

শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোভ্যানের চালক বাহাদুর খান, ভ্যানের যাত্রী সাইফুল এবং বাইকের চালক আসিফ।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান আসাদ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে পাবনা থেকে রূপপুর যাচ্ছিল ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মোটরসাইকেল। অন্যদিকে রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। সোয়া সাতটার দিকে শালবাগান নামক এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র বাইক ও অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যায়। গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

দুর্ঘটনার ফলে ঘণ্টাখানেকের মতো সময় ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা