ছাত্রকে বলাৎকারের চেষ্টায় মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ১৭:০১
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রকে বলাৎকারের চেষ্টায় এলাকাবাসী রবিউল ইসলাম রবি (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের কওমি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষক রবিউল ইসলাম রবি উপজেলার সগুনা ইউনিয়নের মাঝিড়া গ্রামের বাসিন্দা।

রবিবার সকালে নির্যাতিত মাদ্রাসাছাত্রের বাবার মামলার পর ওই শিক্ষককে দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, গত মঙ্গলবার উপজেলার সান্দুরিয়া কওমি মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবি ওই মাদ্রাসার আবাসিক এক ছাত্র (১২) কে রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। বলাৎকারের শিকার ওই ছাত্র সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকরা মাদ্রাসার কমিটির সদস্যদের জানান।

পরে কমিটির সদস্যরা আলোচনা শেষে বিষয়টির সত্যতা যাচাইয়ের পর অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম রবিকে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। শনিবার রাতে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা