সালথায় আ.লীগের মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থীর মনোনয়ন দাখিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি. ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৫৮

ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নবঞ্চিত একাধিক প্রার্থী বিদ্রোহী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন। মনোয়নপত্র দাখিলের শেষদিন রবিবার বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কার্যালয় গিয়ে উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৩ জন মনোনয়ন ফরম দাখিল করেন। এর মধ্যে নৌকার মনোনীত প্রার্থী আটজন। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও জাকের পার্টির মনোনীত তিনজন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। বাকিদের মধ্যে একাধিক প্রার্থী নৌকার আবেদন করে তা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

যেসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন- উপজেলার ভাওয়াল ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়া, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, এনায়েত হোসেন, আফরোজা সুলতানা, সোহেল রানা ইমন, নুর মোহাম্মাদ হোসেন, মমতাজ বেগম ও জাকের পার্টির মনোনীত প্রার্থী আবুল হাচান।

মাঝারদিয়া ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আফছার উদ্দীন, বিদ্রোহী প্রার্থী মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন।

গট্টি ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান লাবলু, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে খোরশেদ খান, কামরুল হাসান, আবুল বাসার মোল্যা ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর শেখ।

যদুনন্দী ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আব্দুর রব মোল্যা, বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান টুকু ঠাকুর, আওয়ামী লীগ সমর্থক কামরুজ্জামান কাইয়ুম মোল্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম, আবুল খায়ের মুন্সী, নুর ইসলাম মোল্যা, খন্দকার ইমামুল ও জাকের পার্টির মনোনীত প্রার্থী জুয়েল মোল্যা।

বল্লভদী ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সানোয়ার কাজী ও আব্দুর রশিদ।

রামকান্তুপুর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আশরাফ আলী লিঠু, বিদ্রোহী প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইসারত হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক কামাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম, মীর সৈয়দ আলী, সিরাজুল ইসলাম ও নাহিদুজ্জামান।

সোনাপুর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী খায়রুজ্জামান বাবু, বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা সোহেল রানা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামাল মোল্যা ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান শেখ ।

আটঘর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান সোহাগ, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হারুন আর রশীদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফরুজ্জামান ওয়াসিম, আটঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাইছুল ইসলাম, আওয়ামী লীগ সমর্থক শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ খসবু, বকুল মিয়া, আমির হোসেন, শাহিনুর রহমান, ও ফারুক আহম্মেদ।

আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থী অভিযোগ করে বলেছেন, প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যেকারণে আমরা দুঃশ্চিন্তায় রয়েছি। বিপাকেও পড়েছি। আমরা দলীয় মনোনয়ন পাওয়ার পর স্থানীয় সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের নেতারা সক্রিয়ভাবে পাশে থাকলেও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতারা আমাদের পক্ষে কাজ করছে না। গোপনে তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সহায়তা করছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের পক্ষে সরাসরি মাঠে না নামলে নৌকার বিজয় নিশ্চিত করা মুশকিল।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয় একাধিক বিদ্রোহী প্রার্থী বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার নৌকার বিপক্ষে কাজ করার সুযোগ নেই। সকল নেতাকর্মীর দলীয় প্রার্থীর পক্ষে কাজ করাজ নির্দেশনা দেওয়া হয়েছে। আর যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

ফের মিয়ানমারের গুলির শব্দে কাঁপল টেকনাফের মাটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :