ব্যান্ডেজ করা হাত থেকে ১৫টি ফোন জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ২০:৩৪
অ- অ+

ভারত থেকে আসা সানাউল্লাহ (৩৯) নামে বাংলাদেশি পাসপোর্টযাত্রীর ব্যান্ডেজ করা হাতের মধ্য থেকে ১৫টি ভারতীয় উন্নতমানের মোবাইল ফোন উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। অভিনব কৌশলে তিনি ভারত থেকে হাতে ব্যান্ডেজ করে ফোনগুলো নিয়ে আসছিলেন।

এসময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে মোবাইলগুলো জব্দ করা হয়। সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।

ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী মোহাম্মাদ সানাউল্লাহ চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সামিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। তার পাসপোর্ট নম্বর-ইএফ-০০৭১৯৩৬।

কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ বলেন, পাসপোর্টযাত্রী সানাউল্লাহ কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বের হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে তাদের সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ওই ব্যান্ডেজের মধ্য থেকে ১৫টি ভারতীয় মূল্যবান মোবাইল ফোনসেট জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

অভিযানের সময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিক্স, ব্রাসহ বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়। আটক ফোনগুলো বর্তমান বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

এ রকম অভিনব পদ্ধতিতে পণ্য পাচার করা সাধারণত দেখা যায় না। এ ব্যপারে একটি মামলা হয়েছে থানায়।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা