ঈদে মিলাদুন্নবী (সা.), চট্টগ্রামে জশনে জুলুস

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৪:৩০

প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস। বুধবার সকাল পৌনে ৯টায় এই জশনে জুলুস হয়।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হয়ে জুলুসটি বের হয়ে বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট ঘুরে আবার মুরাদপুর বিবিরহাটে এসে শেষ হয়। পরে করোনামুক্তি ও বিশ্বশান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এবার প্রথমবারের মতো জুলুসে নেতৃত্ব দেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসি (বায়েজিদ) শাহ আলম বলেন, জুলুসকে ঘিরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে।

আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন বলেন, আল্লামা তৈয়ব শাহ (র.) ৭৪ সালে এ জুলুসের প্রবর্তন করেন। আমরা এ জুলুস সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমাদের এবারের বার্তা মানুষের প্রতি ভালোবাসা।

আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মহসিন বলেন, এসময় দেশ-জাতির উন্নতি, বিশ্ব শান্তি ও করোনামুক্তির জন্য দোয়া করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :