নোয়াখালীতে মন্দিরে হামলার ভিডিও দেখে তিনজনকে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৬:৪৪
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গত শুক্রবার দুপুরে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশারের ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুর নবী।

এছাড়াও পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের চিহ্নিত করে অভিযান চারিয়ে তাদের গ্রেপ্তার করি। পূজামণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত চারটি মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়া যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে চাঁদপুরে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সঙ্গে চারজন মারা যান। এই ঘটনার জেরে শুক্রবার নোয়াখালীতে বিভিন্ন পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। এ সময় একজন নিহত হন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা