ভোলার এসপিকে জেলা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১৬:০৪| আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:১৪
অ- অ+

বদলি হচ্ছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তাকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে ভোলা প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু, সহসভাপতি জুন্নু রায়হান, এসএ টিভির প্রতিনিধি অ্যাডভোকেট শাহাদত শাহিন, সময় টিভির প্রতিনিধি নাছির লিটন, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, একুশে টিভির প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যমুনা টিভির প্রতিনিধি এইচ এম জাকির, বাসস প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। তিনি দীর্ঘ আড়াই বছর ভোলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। গত ১০ অক্টোবর তাকে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা