‘আন্দোলনে দুঃশাসনের অবসান ঘটাতে হবে’

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ২১:১৭
অ- অ+

‘আন্দোলনের মাধ্যমে দেশে দুঃশাসনের অবসান ঘটাতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের নেতা। তিনি বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে কথা বলে দলের আগামী দিনের করণীয় নির্ধারণ করছেন। ইতোমধ্যে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও পেশাজীবীরা জানিয়েছেন এখন গণ আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নাই।

তাই দেশকে, দেশের মানুষকে দুঃশাসনমুক্ত করতে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাইকে গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

উপজেলার ডা. সেরাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুছ ছালাম।

এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহামুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেজ আলী মামুন।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন, মহিলা দলের সভানেত্রী জীবুন্নেছা হক কোহিনুর, কৃষক দলের আহ্বায়ক সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ রানা প্রমুখ।

কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে আগামী দুই দিনের মধ্যে আবার আহ্বায়ক কমিটি গঠন করারও নির্দেশনা দেন তিনি।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা