স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী হলেন মাদারীপুর ছাত্রলীগের সম্পাদক

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২১, ২১:২৭

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র পদে চেয়ারম্যান প্রার্থী হলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার। তিনি মঙ্গলবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সদর উপজেলায় আ.লীগের দলীয় মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে দাবি করেছেন।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। সরকারি মাদারীপুর কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলাম, পরে জেলা ছাত্রলীগের সভাপতি হয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমি সাধারণ মানুষের জন্যে রাজনীতি করি, যে কারণে আমার নিজ জন্মভিটা সদর উপজেলার পাঁচখোলায় দীর্ঘদিন মানুষের উপকার করেছি। আমি আ.লীগের কাছে চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু এ উপজেলায় আ.লীগের মনোনয়ন না দেয়ায় মানুষের ভালোবাসায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। মানুষ ভোট দিলে চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করব।’

তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সদর উপজেলা আওয়ামী লীগের দুর্গ; কিন্তু এ উপজেলায় নৌকা প্রতীক দেয়নি দল থেকে। আমি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা রেখেই সাধারণ মানুষের জন্যে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমাকে ভোট দিলে মানুষের জন্যে কাজ করে যাব।’

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৩৪ জন ও সাধারণ সদস্য পদে ৪০১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে এ উপজেলায় আ.লীগের কোন দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তবে ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশ ও জাকের পার্টির প্রার্থী ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয় হয়। আর বিএনপি কেন্দ্রীয় নির্দেশ মতে কোন প্রার্থী দেয়নি।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ২ লাখ ২১ হাজার ৭৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমাও দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :