অক্টোবরে ১০ হাজার ৭৬৪ বিও হিসাব বেড়েছে

দেশের পুঁজিবাজার বেশ কিছুদিন ধরেই ওঠা নামার মধ্য দিয়ে চলছে। এই অস্থিতিশীলতার সময়ে বাজারে কিছু ববিনিয়োগকারী এসেছে। এর ধারাবাহিকতায় অক্টোবর মাসে বাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ১০ হাজার ৭৬৪টি। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন শেয়ারের দাম কিছুটা কমার কারণেই মূলত নতুন বিনিয়োগকারীরা বাজারে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, বাজারে কিছুদিন ধরে সূচকের উত্থান পতন চলছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ারে দর পতন হয়েছে। শেয়ার দর কমে যাওয়ায় নতুন বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। তাতে বাজারে নতুন বিও হিসাব বেড়েছে বলে মনে করছেন তারা।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৫০০টি । সেপ্টেম্বর মাসের শেষ দিন বাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬টি। এক মাসের ব্যবধানে ১০ হাজার ৭৬৪টি বিও হিসাব বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, পুরুষ এবং নারী দুই ধরনের বিনিয়োগকারী বাজারে এসেছে। অক্টোবর মাসে পুরুষদের বিও হিসাব ৮ হাজার ১৩২টি বেড়ে ১৪ লাখ ৯৩ হাজার ৮২৮টিতে দাঁড়িয়েছে।
সেপ্টেম্বর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬টি। আর অক্টোবর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ৪৩৪টি বেড়ে পাঁচ লাখ ১ হাজার ৫৫৩টিতে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিলো চার লাখ ৯৯ হাজার ১১৯টি।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও বাজারে বেড়েছে। এরমধ্যে সেপ্টেম্বর মাসের শেষ দিন কোম্পানির বিও হিসাব ছিল ১৪ হাজার ৯২১টিতে। অক্টোবর মাসের শেষ দিন কোম্পানির বিও ১৯৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৯টিতে।
অক্টোবর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৫৪১টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮৭৩টিতে। যা সেপ্টেম্বর মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২টিতে।
অক্টোবর মাসে প্রবাসী বিনিয়োগকারীদের ২৫টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৫০৮টিতে। সেপ্টেম্বর মাসের শেষ দিন প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৪৮৩টি।
(ঢাকাটাইমস/৩নভেম্বর/এসকেএস)

মন্তব্য করুন