টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২১, ১৭:৫৮
অ- অ+

টাঙ্গাইলের দেলদুয়ারে একটি পাটের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্ধ করেছে র‌্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার ছিলিমপুর বাজারের একটি গুদাম থেকে এ চাউল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের আব্দুল আজিজ মন্ডল (৬০) ও একই উপজেলার চরপাড়া গ্রামের সোহেল(২৮)।

র‌্যাব কমান্ডার বলেন, গোপন তথ্যে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের সেকান্দরের পাটের গুদামে পাচারের উদ্দেশ্যে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্দ করা হয়। এছাড়াও মিনি ট্রাকে রাখা আরও ৫০ বস্তা চাল জব্দ করা হয়। এসময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা