১০ মিনিটেই ঘরে তৈরি করুন টক দই

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১০:৩২
অ- অ+

দই তৈরি করতে বেশ সময় লাগে। তার উপরে শীতকালে তো কথাই নেই। অনেক চেষ্টাতেও ভাল ভাবে দই জমতে চায় না। কিন্তু ঘরে পাতা দইয়ের মতো‌ স্বাদ সব সময়ে কেনা দইয়ে আসেও না। তাই ইচ্ছাই করে মাঝেমধ্যে ঘরে টক দই বসাতে।

ঘরে মাত্র তিনটি উপাদান থাকলেই তা করা সম্ভব। মিনিট দশেকের মধ্যে খুব সহজে জমে যাবে দই।

কীভাবে কম সময়ে দই বানাবেন জেনে নিন সেই উপায়

উপকরণ

গুঁড়া দুধ

গরম পানি

পাতিলেবুর রস

প্রণালি

প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিন। তার মধ্যে ভাল ভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিন। দেখবেন যেন পানির মধ্যে গুঁড়া দুধ দলা না পাকিয়ে যায়। এক কাপ পানিতে প্রয়োজন হবে তিন চা চামচ গুঁড়া দুধ। এ বার সেই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিন। এক কাপ পানির জন্য দুই চা চামচ লেবুর রস লাগবে। সেই হিসাব মতো লেবুর রস মেশান। এর পর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন। একেবারে নাড়াবেন না। ১০ মিনিট পর ঢাকনা সরালে দেখবেন, তৈরি হয়ে গিয়েছে জমাট বাঁধা দই। এটি এবার স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন রান্নায় কিংবা শুধু খাওয়ার জন্য। ফ্রিজে রেখে বেশ কয়েক দিন ধরেই খাওয়া যাবে এই দই।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা