আলফাডাঙ্গায় মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩৮
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট দলীয় মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাগুরা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এজেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত খেলায় মাগুরা ফুটবল একাদশ বনাম চুয়াডাঙ্গা ফুটবল একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ মাগুরা ফুটবল একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে।

পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে আব্দুর রহমান বলেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নতি হয়েছে। সোনার বাংলা গড়ে তুলতে হলে খেলাধুলার মাধ্যমে দক্ষ মানবশক্তি গড়ে তুলতে হবে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল চুয়াডাঙ্গা ফুটবল একাদশকে এক লাখ টাকা ও রানার আপ দল মাগুরা ফুটবল একাদশকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাদ খান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান), সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাউসার টিটো, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা