সিংড়ায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৫:৩০
অ- অ+

নাটোরের সিংড়ায় পিকআপ গাড়ির ধাক্কায় শামসুর রহমান (৭৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক উপজেলার কুমিড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টায় চৌগ্রাম-কালীগঞ্জ রাস্তার একলাসপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, নিহত বৃদ্ধ কৃষক শামসুর রহমান সকালে একলাসপুর বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো-ঠ-১৩-৬১০৭ নম্বরের একটি কালো রংয়ের প্রাইভেট পিকআপ গাড়ির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

ওসি জানান, গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়। কিন্তু কেউ বাদী না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। আর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা