মদনে অপহরণ করতে গিয়ে যুবক আটক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৪৪
অ- অ+

নেত্রকোনার মদনে রবিবার এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পৌরসদর থেকে হৃদয় মিয়া (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ছাত্রীটিকেও উদ্ধার করা হয়।

হৃদয় মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের রুপাশ্রম গ্রামের টিটু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে ছাত্রীটিকে বাড়ির সামনে থেকে ফুসলিয়ে মোটরসাইকেলে নিয়ে যাবার সময় মেয়েটির মা চিৎকার করে পেছনে ছুটে বাধা দিলেও টেনে হিছড়ে নিয়ে যায়। বিষয়টি পথচারী ও পুলিশ জানতে পেরে ১৫/২০টি মোটরসাইকেল নিয়ে অপহরণকারীর পিছু নেয়। এক পর্যায়ে জাহাঙ্গীরপুর সেন্টারে ভাই ভাই সুপার মার্কেটে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

ভিকটিমের মা জানান, আমার ছোট মেয়েটিকে কে বা কারা হোন্ডার দিয়ে নিয়ে যাচ্ছিল। আমি হোন্ডারটি ধরে ফেলি এবং বাধা দেই। আমাকে ফেলে দিয়ে মেয়েটিকে নিয়ে যায়। এলাকাবাসী ও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেছে। আমি তার শাস্তি চাই।

ওসি ফেরদৌস আলম জানান, স্কুলছাত্রী মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী যুবককে আটক করেছি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা