ঘাটাইলে জোর করে নৌকায় ভোট, এজেন্ট বহিষ্কার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৪৮

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ঝড়কায় এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রে নৌকায় জোর করে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন নৌকার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেন।

রবিবার দুপুরে এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রের ৩ নম্বর পুরুষ ভোটকক্ষ থেকে নৌকা প্রার্থী শহীদুজ্জামার খানের এজেন্ট হৃদয়কে বের করে দেওয়া হয়।

ভোটারদের লাইন দীর্ঘ থাকলেও ধীরগতিতে ভোটগ্রহণ চলে। ফলে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা নারী ভোটার নাসরিন বলেন, ‘সকাল ১০টায় ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। এখন দুপুর। কখন ভোট দিতে পারবো জানি না।’

ভোটাররা জানান, ভোটগ্রহণে খুবই ধীরগতি। কেন্দ্রে ভোট দিতে অনেক সময় লাগছে।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসাররা জানান, যারা ভোট দিতে আসছেন, তাদের অনেকের আঙ্গুলের ছাপ আসছে না। আবার অনেক নারী ভোটারের হাতে মেহেদী লাগানো, তাই ভোট নিতে দেরি হচ্ছে।

পৌরসভার ঝড়কায় এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, কেন্দ্রের পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর কক্ষে নৌকার এজেন্ট হৃদয়ের বিরুদ্ধে অপর এজেন্ট অভিযোগ করায় তাকে বহিষ্কার করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ভোটাররা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইভিএমে ভোট হওয়ায় ভোট দিতে আসা অনেকের হাতের আঙ্গুলের ছাপ আসে না। ফলে ভোটগ্রহণে কিছুটা সময় লেগেছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বলেন, ‘ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। কেন্দ্রের ভিতর যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ ভোট চলবে।’

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

টাঙ্গাইলের প্রবেশ পথ যেন ময়লার ভাগাড়

হেলিকপ্টারে দুর্গম দুই ভোটকেন্দ্রে পৌঁছে গেল নির্বাচনি সরঞ্জাম

ভোটের জন্য প্রস্তুত গাবুরা-পদ্মপুকুর, যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

নির্বাচনে অংশ নেওয়ায় শেরপুর বিএনপির ১০ নেতা বহিষ্কার

সুনামগঞ্জে ৮ মে দিরাই ও শাল্লায় নির্বাচন: প্রার্থীদের নিয়ে চলছে ভোটের হিসাব নিকাশ

সিরাজগঞ্জে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক: ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

সুজানগরে বিপুল টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী শাহীন আটক

চুয়াডাঙ্গায় বজ্রসহ শিলাবৃষ্টি, শীতল বাতাসে জনমনে স্বস্তি

ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :