নির্বাচিত হয়েই সামাজিক উন্নয়নে ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ১৮:২৩
অ- অ+

জনগণের সেবাই জনপ্রতিনিধির মূল ধর্ম। তাই নির্বাচিত হয়েই সামাজিক উন্নয়নে ইউপি চেয়ারম্যান। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েই ৭টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের কষ্ট দূর করলেন মাসুদ তালুকদার। নির্বাচিত হওয়ার ২ দিনের মধ্যেই তিনি নিজ অর্থায়নে লৌহজং নদীর উপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এ ইউনিয়নে গত ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, নারান্দিয়া ইউনিয়ন এবং এলেঙ্গা পৌরসভার সীমান্তবর্তী গ্রাম ঘড়িয়া। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। নদীর এপার-ওপারে শেরপুর, মিরপুর, ঘড়িয়া, পোষণা, দেউলাবাড়ী, নাগা, তাঁতিহারাসহ কয়েকটি গ্রামের মানুষের বাস। যুগের পর যুগ এখানকার মানুষ জীবন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হয়েছেন। এছাড়া এলাকায় তৈরি হয় বাঁশজাত বিভিন্ন পন্য। এ পথে মালামাল কেনাবেচা ও পরিবহনের করা যেত না। জরুরি সময়ে অসুস্থরা চলাচল করতে পারতেন না।

আওয়ামী লীগ মনোনীত নতুন চেয়ারম্যান মাসুদ তালুকদার বুধবার বিকালে ঘড়িয়া গ্রামে লৌহজং নদীর উপর ১৩০ ফুট লম্বা কাঠের সেতুর উদ্বোধন করেছেন। ১ লক্ষ টাকার সেতুটি নির্মাণে সিংহভাগই দিয়েছেন চেয়ারম্যান। বাকিটুকু বহন করেছে গ্রামবাসী।

নাগা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওযামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার বলেন, মাুনষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলেন নতুন চেয়ারম্যান। তিনি দানশীল একজন মানুষ হিসেবেও এলাকায় সুপরিচিত। ঈদ, পূজা ও শীতকালে তিনি গরিব দুখী মানুষের মধ্যে বস্ত্রসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকেন।

ঘড়িয়া গ্রামের ইমান আলী বলেন, আমরা ভ্যান, রিকশা ও অটো নিয়ে গ্রামে চলাচল করতে পারতাম না। কি যে অসুবিধা হতো বাঁশের সাঁকো দিয়ে যেতে, সেটা বলে বোঝাতে পারব না। সুন্দর ও মজবুত কাঠের সেতু পেয়ে আমরা খুব খুশি।

স্থানীয় দোকানদার আজম আলী বলেন, চেয়ারম্যান হওয়ার ২ দিনের মধ্যেই নিজের টাকায় এমন কাজ অন্য কেউ করেছেন কি না সেটা আমার জানা নেই। তবে দুপাশে রেলিং থাকলে আরো ভাল হতো।

চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি জনগণের সেবা করতে এসেছি। সরকারি বরাদ্দ পেয়ে সেতুটি নির্মাণ করতে অনেক সময় লাগবে। বৃহৎ জনপদের কষ্টের কথা ভেবে সেতু নির্মাণে গ্রামবাসীর সাথে আমিও অংশগ্রহণ করেছি। মানুষের সাথে আছি। তাদের দঃ:খ কষ্ট দূর করতে আমার প্রচেষ্টা সর্বদা চলমান থাকবে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা