বিএনপি নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ছাত্রদল নেতার মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০৫
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে এক বিএনপি নেতার মোটরসাইকেলে আগুন দেওয়া নিয়ে ছাত্রদল নেতা ফারুক হোসেনকে মারধর করেন একটি সংঘবদ্ধ দল। এ সময় আহত ছাত্রদলের ওই নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তার বাড়ি পৌর শহরের দানেজপুর এলাকায়।

জানা গেছে, উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীর সঙ্গে বৈঠক চলাকালে অতর্কিত ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল এসে বিএনপির আহ্বায়ক ছাইফুল ইসলাম ডালিমের মোটরসাইকেল পুড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়। এ সময় থানার বাইরে ফারুক হোসেনকে মারধর করে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল।

ছাইফুল ইসলাম ডালিম বলেন, ‘নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে অফিস থেকে বের হওয়ার সময় একটি সংঘবদ্ধ দল আমার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে আমরা থানায় যাই মামলা করতে। সেসময় ফারুক বাইরে অবস্থান করছিল। এমন সময় তাকে একা পেয়ে তারা মারধর করে।’

নিহতর মা বিলকিস বেগম বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে; আমি আইনের মাধ্যমে তাদের সুষ্ঠু বিচার চাই।’

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
ক্যানসার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা