বিজয় দিবসের নাটকে সজল-প্রভা

১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার মহান বিজয় দিবস। এদিন রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে বিজয় দিবসের নাটক ‘জয় বাংলা’। এটি পরিচালনা করেছেন প্রিন্স খান। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি আব্দুর নূর সজল ও সাদিয়া জাহান প্রভা।
‘জয় বাংলা’র গল্প লিখেছেন প্রবাসী বিজ্ঞানী তারান্নুম আফরীন। মূল পেশার পাশাপাশি যিনি সংগীতশিল্পী হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি হাজির হলেন নাট্যকার হিসেবে।
নাটকটি প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘অনেক খেয়াল করে দেখলাম আমার পড়া বা দেখা স্বাধীনতা যুদ্ধের নাটক, গল্প, সিনেমাগুলোতে ডাক্তারদের অবদানের কথা সেভাবে চোখে পড়েনি। সেই ভাবনা থেকেই নাটকটি লিখেছি।’ এটি নিয়ে তিনি আশাবাদী বলে জানান।
ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এএইচ

মন্তব্য করুন