নিভৃতবাসে ছেলেদের মিস করছেন কারিনা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৯| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬:০৪
অ- অ+

গত সপ্তাহে বলিউডে কারিনা কাপুর, অমৃতা আরোরাসহ একাধিক অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী-মেয়েও করোনায় আক্রান্ত হন। যা নিয়ে বেশ তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

কারিনা-অমৃতারা নাকি জমিয়ে পার্টি করেন কিছুদিন আগে। এর পরই সামনে আসে তারা করোনায় আক্রান্ত। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন কারিনা। সেখানে থেকে দুই ছেলে তৈমুর ও জেহকে খুব মিস করছেন নায়িকা। ইনস্টাগ্রামে সে কথাই লিখলেন তিনি।

কারিনা নিজের মনের কথা প্রকাশ করে লিখেছেন, ‘আই হেট ইউ করোনা। আমার বাচ্চাদের মিস করছি।’ সঙ্গে দেন ভাঙা হৃদয়ের ইমোজি! তবে মাসল ইমোজি দিয়ে নায়িকা এও জানান, ‘জলদি দেখা হবে।’

এর আগে করোনায় আক্রান্ত হয়ে কারিনা লেখেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ। আমি সেটা জানা মাত্রই নিজেকে আইসোলেট করেছি। সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন।’

এছাড়া অভিনেত্রীর বাবা রণধীর কাপুরও ইতোমধ্যে জানিয়েছেন, কারিনা বর্তমানে অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছে উপসর্গও অনেক কম। তাই মনে করা হচ্ছে, সাইফ-পত্নীর সংক্রমণের মাত্রাও খুব বেশি নয়।

ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা