৮৩ দিন পর মৃত্যু দশের ওপরে, শনাক্ত বেড়ে ৩৩৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৭| আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:২৪
অ- অ+
ফাইল ফটো।

দেশে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। ৮৩ দিন পর মৃত্যু ফের দশ ছাড়িয়েছে। গত এক দিনে করোনায় মারা গেছেন ১২ জন।এর চেয়ে কম মৃত্যু হয় গত বছরের ২১ অক্টোবর। সেদিন ১০ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত এক দিনে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন, যা ১৩২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে কম শনাক্ত হয়েছেন গত বছরের ৩ সেপ্টেম্বর। সেদিন শনাক্ত হন ৩ হাজার ১৬৭ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৩ হাজার ৩৫৯ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২.০৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৩০২ জন। এনিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৫১ হাজার ৯৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে করোনা মারা গেছেন ১২ জন। এদের ছয়জন পুরুষ ও ছয়জন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ১২৩ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ।

ইতিমধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন দেশেও শনাক্ত হয়েছে। ১০ জনের শরীরে নতুন এই ভেরিয়েন্টটি ধরা পড়েছে। অতি দ্রুত সময়ে ছড়িয়ে পড়া ভেরিয়েন্টটি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। পরিস্থিতির অবনতি হওয়ায় ইতোমধ্যে নানান বিধিনিষেধ জারি হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা