পেনিনসুলার ২৫ লাখ শেয়ার কিনবে সায়মন বিচ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ১৩:৫০
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের ২৫ লাখ শেয়ার কিনবে সায়মন বিচ রিসোর্ট লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পেনিনসুলার চেয়্যারম্যান মাহবুব-উর-রহমান, সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে উল্লিখিত-সংখ্যক শেয়ার কিনবে।

এর আগে ২০১৪ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৩৫ কোটি ৫২ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৫০ দশমিক ৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ২৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক শূন্য আট শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৯ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কভিড-১৯ মহামারির কারণে দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের মূল ব্যবসা ব্যাহত হয় কিন্তু অপরিচালন আয় দুই কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৬৪৩ টাকা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

একইসঙ্গে বর্তমানে করহার আড়াই শতাংশ কমে সাড়ে ২২ শতাংশে এসেছে এর ফলে কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় চার পয়সা বা ১৪ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/কেআর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা