প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ফারজানার এক হাজার রান

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের দিনে ব্যাট হাতে মাত্র ৭ রান করেন বাংলাদেশ নারী দলের ব্যাটার ফারজানা হক পিংকি। আর তাতেই গড়েছেন রেকর্ড। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ৭ রান করেন ফারজানা। এতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৯ ম্যাচে ১৮ দশমিক ৬১ গড়ে ১০০৫ রান এখন ফারজানার। এই ফরম্যাটের ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি আছে ফারজানার। এই তালিকায় ফারজানার পরই আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৫৩ ম্যাচে ৮৬১ রান সুলতানার।
ফারজানার আগে বাংলাদেশের পক্ষে কেউই আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার করতে পারেনি। ওয়ানডেতে ৪২ ম্যাচে ৮৯৩ রান রুমানা আহমেদের। এই ফরম্যাটে ফারজানার রান ৪১ ম্যাচে ৮৪১।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ তিনটি ৫০+ রানের ইনিংসের মালিক ফারজানা। তিনিই খুললেন দেশের নারী ক্রিকেটের ইতিহাসের নতুন দুয়ার। কাছাকাছি থাকা নিগার সুলতানা জ্যোতির সংগ্রহ ৮৬১ রান।
এছাড়া ওয়ানডে ফরম্যাটেও শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে রয়েছেন ফারজানা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ৮৯৩ রান করেছেন রোমানা। এরপরই আছেন ৮৪১ রান করা ফারজানা। ওয়ানডেতে আর কারও ৪০০ রানও নেই।
উল্লেখ্য, কমনওয়েলথের বাছাইপর্বের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক মালয়েশিয়া। জবাবে খেলতে নেমে ৭৬ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

১৪১ লিড নিয়ে থামল শ্রীলঙ্কা, সাকিবের ৫ উইকেট

এবাদতের বলে জুটি ভাঙলো ম্যাথিউস-চান্দিমালের

ম্যাথিউসের পর চান্দিমালের সেঞ্চুরি, লিড বাড়ছে শ্রীলঙ্কার

চট্টগ্রামের পর মিরপুরে ম্যাথিউসের সেঞ্চুরি

ম্যাথিউস-চান্দিমালের ব্যাটে শ্রীলঙ্কার লিড

চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের লক্ষ্য উইকেট, শ্রীলঙ্কার দ্রুত রান

লিসবনে বঙ্গবন্ধু ক্রিকেট টি-১০ টুর্নামেন্টে লিসবন সিক্সার্স চ্যাম্পিয়ন

বৃষ্টিবিঘ্নিত দিনে বাংলাদেশের সফলতায় তিন উইকেট

সফল রিভিউতে ধনঞ্জয়াকে ফেরালেন সাকিব
