সিদ্ধিরগঞ্জে সেনা সদস্য হত্যায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:০৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনা সদস্য শাহিন আলম (২২) নিহতের ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলোচিত সেনা সদস্য হত্যাকাণ্ডের পর উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে ওই তিন যুবককে আটক করা হয়।

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে গ্রেপ্তার তিন যুবক।

গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জ বাজার কাঠেরপুল এলাকার আলি হোসেনের ছেলে জীবন মিয়া (২৩), মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলী সিরাজের ছেলে সুমন মিয়া (২৫) ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২২)। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মশিউর রহমান।

নিহত শাহিন আলম চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পটুয়াখালী জেলার লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন শাহিন আলম। সাত দিনের ছুটিতে গত শুক্রবার বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় তার বন্ধু ফারহাবিবের বাসায় রাতযাপন করার পরিকল্পনা ছিল। মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার সামনে থেকে মাদানীনগর দশতলা ভবন এলাকায় পৌঁছলে রাত সাড়ে ৩টার দিকে তাকে ছিনতাইকারীরা আক্রমণ করে।

ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সেনা সদস্য শাহিন আলমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টায় মারা যান। এ ঘটনায় ১৫ জানুয়ারি থানায় হত্যা মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :