ফতুল্লায় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:২৯
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন ওই শিশুর বাবা। বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় শিশুটির বাবা সাবিকুল এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে এই মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার ঢাকাটাইমসকে বলেন, ঘটনার পর থেকেই শিক্ষক সাবিকুল পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

গোলাম সারোয়ার জানান, গত সোমবার ১ম শ্রেণির শিক্ষার্থী শিশুটি মাদ্রাসায় ছিল। বিকাল ৩টায় ওই মাদ্রাসাশিক্ষক সাবিকুল শিশুটিকে তার ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি ভয়ে চিৎকার করলে ওই শিক্ষক তার কক্ষ থেকে শিশুটিকে বের করে দিয়ে বাড়ি চলে যেতে বলে।

শিশুটির বাবা ঢাকাটাইমসকে জানান, সোমবার সন্ধ্যা ৬টায় রিকশা চালিয়ে বাড়ি ফিরে মেয়েকে কান্না করতে দেখেন। কান্না করছে কেন জানতে চাইলে মাদ্রাসার শিক্ষক তার সাথে এমন করেছে (ধর্ষণের চেষ্টা) জানায়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা