রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৩৪
অ- অ+

রাজশাহীর গোদাগাড়িতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাঁচগাছী এলাকা থেকে তাদের হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর দামকুড়া থানাধীন বিশাল ও জসীম।

রবিবার সকালে র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে র‌্যাবের একটি অভিযানিক দল উপজেলার ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি বিশাল ও জসীম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের হেরোইনসহ গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাসী করে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেপ্তার
বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব দেবে তৃণমূল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা