উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২, ১৮:০৮
অ- অ+

প্রশাসনে উপসচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ এবং আরেকজনকে বদলি করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. ফজলে রাব্বিকে অর্থ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াদুদকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের পরিচালক অশোক কুমার রায়কে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা