নেত্রকোণায় চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ মুক্তিযোদ্ধাদের

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:০৬
অ- অ+

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় তাদের সঙ্গে অসদাচরণ করায় নেত্রকোণার পূর্বধলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবারবর্গের ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলন উপজেলা চেয়ারম্যান সুজন কর্তৃক বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও অসদাচরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুজনকে উপজেলা চেয়াম্যান ও যুবলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধাদের নিয়ে জাহিদুল ইসলাম সুজনের কটূক্তি ও অসদাচরণের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রব তালুকদার, নুরুল আমিন, সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/আইএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা