চট্টগ্রামে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:০৩ | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৩:১২

চট্টগ্রামে গত এক দিনে ৪ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ৪৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের এ সংখ্যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ। এক দিনে আগে শনাক্তের এ সংখ্যা ছিল ১ হাজার ৩৪৮। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৫৪ শতাংশ, যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি।

বুধবার জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জানায়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর ও নগরীর ১১ ল্যাব এবং এন্টিজেন টেস্টে মঙ্গলবার চট্টগ্রামের চার হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৪৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের প্রথম দিনে নয় জনের করোনা শনাক্ত হয় চট্টগ্রামে। সর্বশেষ মঙ্গলবার শনাক্ত হয়েছে ১৪৫৫ জন। ২৫ দিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬২ গুণ বেশি। চট্টগ্রামে সর্বশেষ এর চেয়ে বেশি এক হাজার ৪৬৬ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল ঠিক ছয় মাস আগে। ওইদিন তিন হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা হয়। সংক্রমণ হার ছিল ৩৭ দশমিক ৩৭ শতাংশ। করোনায় আক্রান্ত ৯ রোগীও মারা যান।

সিভিল সার্জন অফিস জানায়, গত এক দিনে আক্রান্তদের মধ্যে শহরের এক হাজার ৬০ জন ও ১৫ উপজেলার ৩৯৫ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৮৮, রাউজানে ৬৪, আনোয়ারায় ৫৮, রাঙ্গুনিয়ায় ৩৫, বাঁশখালীতে ২৯, বোয়ালখালীতে ২৫, সাতকানিয়ায় ২৩, মিরসরাই ও ফটিকছড়িতে ১৭ জন করে, লোহাগাড়ায় ১৪, পটিয়ায় ১৩, সীতাকুণ্ডে ৫, সন্দ্বীপ ও চন্দনাইশে ৩ জন এবং কর্ণফুলীতে একজন করে রয়েছেন।

গত এক দিনে করোনায় শহর ও গ্রামে একজন করে রোগীর মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৮ জন হয়েছে। এতে শহরের ৭২৯ ও গ্রামের ৬১৯ জন।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এফএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি

হাতপাখার প্রার্থীর বিরু‌দ্ধে ধর্ম অবমাননার অ‌ভি‌যোগ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ট্রাকচাপায় যুবক নিহত

লাখো মানুষের শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানের দাফন সম্পন্ন

সাতক্ষীরায় ৫০ জন শিক্ষার্থী পেল বিদ্যানন্দের ‘শিক্ষা বৃত্তি’

২১ বছর পর ফেনীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সালথায় প্রতিবন্ধী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফরিদপুরে দুই শতাধিক শিক্ষার্থী পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা

এই বিভাগের সব খবর

শিরোনাম :