আপাতত টি-টোয়েন্টি থেকে তামিমের বিদায়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৯:২৩ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:৩১

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনই ফিরতে চাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান। নিতে চান সাময়িক বিরতি। ঠিক কতদিনের বিরতিতে থাকবেন, সেটাও জানিয়ে দিলেন বাঁ-হাতি এই ওপেনার। আগামী ছয় মাস টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিগায়ে দেখা যাবে না তামিমকে।

বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান নাকি আর টি-টোয়েন্টি খেলবেন না- সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি এমন মন্তব্য বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় অসন্তোষ সৃষ্টি করে। এরপর দফায় দফায় তামিমের সঙ্গে বৈঠক করেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তাদের মধ্যকার সর্বশেষ বৈঠক থেকে জানা গেল, আগামী ছয়মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি আগামী ছয় মাস টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নিতে চাই। এই সময়টাতে তরুণ বেশ ভালো পারফর্ম করবে বলে মনে করছি। এত আমার আর দরকার পড়বে না।'

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরে আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় প্রথমেই আমি একটা জিনিস বলি আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই, কাজী এনাম ভাইদের সঙ্গে কথা হয়েছে।’

‘বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা তারা বলেছেন। কিন্তু আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন দুই পক্ষ মিলে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।’

এ সময় ভবিষ্যতে দরকার পড়লে থাকছেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি তৈরি থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।’

উল্লেখ্য, দেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। ২৪.০৮ গড় ও ১১৬.৯৬ স্ট্রাইক রেট রেখে ১৭৫৮ রান করেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন দেশসেরা এই ওপেনার।

(ঢাকাটাইমস/এমএম/২৭জানুয়ারি)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :