এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের ই-পেমেন্ট প্রশিক্ষণ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:৪৪
অ- অ+

এনসিসি ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য ‘ই-পেমেন্ট অব কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স থ্রু আরটিজিএস সিস্টেম’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস্ ডিভিশন সৈয়দ হাসনাইন মামুন, ভিপি ও হেড অব ট্রেজারি অপারেশন্স মো. রাশিদুল হাসান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডির্পাটমেন্টের প্রোগামার শেখ ইবনে মাসুদ এবং সোনালী ব্যাংকের গভর্নমেন্ট অ্যাকাউন্টস্ অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের প্রিন্সিপাল অফিসার মো. ইউসুফ মাহমুদ দেওয়ান উপস্থিত ছিলেন।

ট্রেনিং ইনস্টিটিউটের এফএভিপি ও ফ্যাকাল্টি মেম্বার ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্উদ্দিন প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন। মোট ২৫ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নেন।

ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী প্রধান অতিথির বক্তব্যে আরটিজিএস সিস্টেমের মাধ্যমে কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স এর ই-পেমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করে এ বিষয়ে পেশাগত জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এ ধরনের কর্মশালা ই-পেমেন্টের মাধ্যমে কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স প্রদানে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা