কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট দিল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৬
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএলে) বৃষ্টি বিঘ্নিত দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ওপেনার উইল জ্যাকসের ফিফটির সুবাদে নির্ধারিত ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বৃষ্টি আইনে তাদের স্কোরের সঙ্গে ৫ রান যোগ করা কুমিল্লার জন্য টার্গেট দাঁড়ায় ১৪৪ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নামা চট্টগ্রাম প্রথম ওভারেই ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে হারায়। ব্যাট হাতে কোনো রান তুলতে পারেননি ওয়ালটন।

পরে দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনকে নিয়ে এবং তৃতীয় উইকেটে শামীম পাটোয়োরীকে সঙ্গে নিয়ে দুটি ক্যামিও জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন। ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব।

এরপর শুরু হয় বৃষ্টি। তাতে দুই ওভার করে কমিয়ে দেওয়া হয়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে ২৬ রানে আউট হন শামীম। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৫৭ রানে আউট হয়েছেন ওপেনার উইল জ্যাকস।

এরপর ৩ রানে বেনি হাওয়েল, ৩ রানে নাঈম ইসলাম, ৪ রানে মেহেদি হাসান মিরাজ এবং ১ রানে মৃত্যুঞ্জয় চৌধুরী আউট হন। আর ১২ রানে অপরাজিত থাকেন আকবর আলি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৪ ওভারে ২৭ রানের খরচায় পাঁচটি উইকেট নেন দলীয় পেসার মোস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/৩ ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে মোজো: কাদের গনি চৌধুরী
পৃথিবীর সকল মা ভালো থাকুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা