মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রির দায়ে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৪

টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি টিলা কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রবিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, গোড়াই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে জুলহাস মিয়াসহ কয়েকজন রাতের আঁধারে উপজেলার পাহাড়ি অঞ্চল তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামে ভেকু মেশিন দিয়ে পাহাড়ি টিলা কেটে ড্রাম ট্রাকে মাটি বিক্রি করছেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন রাতেই অভিযান পরিচালনা করেন। এসময় মাটিসহ গাড়ি আটক করেন বিচারক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :