অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ নাম

নিজস্ব প্রতিবেদক ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২
অ- অ+

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ।

এদিন বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।

এর আগে রবিবার সন্ধ্যায় কমিটির সপ্তম দিনের বৈঠকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করা হয়। ওইদিন বৈঠকের পরে কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেছিলেন, ‘সার্চ কমিটির আজকের (গত রবিবার) বৈঠকে আমরা ২০ জনের নামের তালিকা নিয়ে আলোচনা করেছি। আলোচনায় ১২/১৩ জনের নাম আমরা চূড়ান্ত করেছি। এখান থেকেই ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হবে। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সার্চ কমিটি আবার বৈঠকে বসবে। সেদিন আমরা ১০ জনের তালিকা চূড়ান্ত করতে পারি। আর আমাদের ২৪ তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে। এর মধ্যেই আমরা আমাদের কাজ শেষ করব।’

কমিটিতে চূড়ান্ত করা নামের তালিকা প্রকাশ করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত করা নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এই তালিকা প্রকাশ করা বা না করার এখতিয়ার সম্পূর্ণ তার।’

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো বৈঠকে বসে কমিটি। ওই বৈঠকে অনুসন্ধান কমিটির জন্য প্রস্তাব করা ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়। সেই ২০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে রবিবার ১২-১৩ জনকে বাছাই করে কমিটি।

অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা