নরসিংদীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৬| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০
অ- অ+

নরসিংদীর পলাশে ১২ কেজি গাঁজাসহ মুছা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল আনুমানিক ৯টায় নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন দড়িহাওলা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আবু সালেহ মুছা (৩২)।

র‌্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার টাকাও উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মাদক কারবারি মুছা দীর্ঘদিন ধরে নরসিংদী ও আশপাশে জেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছিলো। র‌্যাব-১১-এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদক বিক্রেতা মুছার অবস্থা নিশ্চিত হয়ে তাকে অবৈধ গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পলাশ থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা