গাইবান্ধায় আ.লীগের তৃণমূলের বর্ধিত সভা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৩
অ- অ+

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুতফা ডালিয়া ও সফুরা বেগম রুমি।

জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস্-উল আলম হিরুর সভাপতিত্বে শহরের সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এছাড়া জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতা ও সদস্য প্রয়াত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ভাইস প্রেসিডেন্টের টাই-ভাঙা ভোটে পাস হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বিল
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা