ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার কবিতা: লজ্জা

ড.নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১২ মার্চ ২০২২, ১২:২৫| আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:৩৫
অ- অ+

আসবে কি ফিরে মনের মতন হয়ে

ফুরাবে কি এই তিয়াসের পথ চাওয়া!

গুহা থেকে হবে ভাস্বর লোকালয়ে

প্রেম-ঘাতককে নরকে করবে ধাওয়া!

শাপলা ফুলের হাসি হতে চেয়েছিলে

সেই স্বপ্নই তোমাকে দিয়েছে ক্লেশ,

রক্ত ঝরিয়ে পায়ের দলন পেয়েছিলে;

বিধির লিখনে স্বপ্ন নিরুদ্দেশ।

দোয়েলের শিষে ফোটাতে চেয়েছো কথা

পিশাচেরা এসে চেপে ধরে সেই টুঁটি,

ইচ্ছে-ঘুড়ির ওড়াওড়ি বাতুলতা;

এ জীবন থেকে জীবনকে দেয় ছুটি।

পুরোনো বোতলে নতুন মদিরা এসে

বোধের শিরায় মাদকতা হয়ে লুটায়,

হৃৎপিণ্ডের চৌকাঠ ঘেঁষে ঘেঁষে

অস্বস্তির বেপরোয়া হুল ফোটায়।

তোমার বাস্তু দখলে নিয়েছে ঘুঘু

শ্বাপদের বিষে বিষাক্ত হলো চিত্ত,

তোমার চাওয়ার কদর হয়েছে লঘু

এখন তোমার নেই কোনো অস্তিত্ব।

আমি জানি তুমি ছিলে কতো সুন্দর

প্রেমে ডুবে ছিল তোমার অস্থি মজ্জা,

নোঙ্গর ফেলতে পেলে না উচিত বন্দর

চিতায় তোমার শয্যা; আমারি লজ্জা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা