খেলার জন্য প্রস্তুত সাকিব, যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মার্চ ২০২২, ১৭:৫০ | প্রকাশিত : ১২ মার্চ ২০২২, ১৪:২৫

মানসিকভাবে খেলার জন্য ফিট নয় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাছে ছুটি চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবিও তার কথা রেখে বিশ্রামের ব্যবস্থা করে দেয়। তবে দুবাই থেকে ফিরে সাকিব জানালেন তিনি খেলার জন্য শারীরিক মানসিকভাবে প্রস্তুত। তাই টাইগার অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন।

শনিবার মিরপুরে বিসিবির সঙ্গে বৈঠকের পর নিজেই একথা জানিয়েছেন সাকিব আল হাসান।

গত রবিবার মানসিকভাবে খেলার জন্য ফিট না থাকার জন্য সাকিব আল হাসানকে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ৫০ দিনের বিশ্রাম দিয়েছিল বিসিবি।

তবে বিসিবি তখন বলেছিল সাকিব দুবাই থেকে ফেরার পর তার সঙ্গে কথা বলবেন কর্মকর্তারা। আজ দুপুরের দিকে বিসিবিতে আসেন নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান। বিসিবি কার্যালয়ে তাদের বৈঠক শেষে সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল মনে করছেন তিনি।

এরপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগামীকাল (রবিবার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব। সাকিব ইস্যুতে বিতর্কে যেতে চান না বিসিব বস। এ বিষয়ে পাপন বলেন, ‘আমি চাচ্ছি এই বির্তকের এখানেই অবসান হোক। সে(সাকিব) ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে খেলতে চাচ্ছে, বোর্ডও তার কথাতে সায় দিচ্ছে। আমার মনে হচ্ছে এটা হলে ভালো হবে। এ বিষয়ে বিভিন্ন চিন্তা করতে গেলে সমস্যা আরও বৃদ্ধি পাবে।’

সাকিবের উপর আস্থা রেখে পাপন বলেন, ‘আমার ধারণা সাকিব সবধরণের খেলায় খেলবে। আমরা তাকে সব খেলায় খেলাতে নাও পারি। আবার তারও সব খেলায় অংশ নিতে মন নাও চাইতেই পারে। যেহেতু সে মানসিকভাবে এখনও ঠিক না, তাই বোর্ডেরও উচিত তাকে সাপোর্ট দেওয়া।’

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে পাপনের ভাষ্য, ‘আমরা হয়তো সবচেয়ে কঠিন একটা সিরিজ খেলতে যাচ্ছি। কেননা কিছুদিন আগে শক্তিশালী ভারতও দক্ষিণ আফ্রিকার মাঠে হোয়াইটওয়াশ হয়ে এসেছে। ওখানে জেতা অনেকটা অসম্ভব। আমরা চাচ্ছি দল ভালো খেলুক। তাতে জয় আসলে তো ভালোই। আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতে এসেছি তারমানে এই না যে এখানেও জেতাই লাগবে। আগে তো বাইরে খেলার সুযোগই পাওয়া যেত না, এখন তারা খেলছে- এটাই অনেক বড় পাওয়া।’

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একদিন পর দ্বিতীয় এবং ২৩ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডে মাঠে নামবে দুদল। এরপর ৩১ মার্চে প্রথম এবং ৮ এপ্রিল দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১২মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :