‘শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়

গোপালগঞ্জে ১৪৯ কোটি টাকা ব্যয়ে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। ঢাকা খুলনা মহাসড়কের পাশে সদর উপজেলার ঘোনাপাড়ায় ৮ একর জমির ওপর ক্যাম্পাসটি অবস্থিত। এতে ১৬টি সুবিশাল ভবন রয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে টেক্সটাইল একটি অন্যতম সমৃদ্ধ সেক্টর। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১২৩ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে।
কলেজে ১ম বর্ষে ১২৩ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। এটি চালু হলে ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করে টেক্সটাইল, গার্মেন্টস, বোতাম, প্যাকেজিংসহ বিভিন্ন শিল্পে কর্মসংস্থান করতে পারবে।
মোট ১৬টি সুবিশাল ভবন রয়েছে এখানে। সেগুলো হলো একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অফিসার্স ডরমেটরি, স্টাফ কোয়ার্টার, অধ্যক্ষের বাস ভবন, ছেলেদের ও মেয়েদের আবাসিক হল, পাওয়ার প্লান্ট, পাম্প হাউজ, সুবিশাল ল্যাব ভবন, আধুনিক জিমনেসিয়াম, অডিটোরিয়াম, লাইব্রেরি, যন্ত্রপাতি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, গবেষণাগার, অনুষদ বিভাগও মসজিদ। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে ছাত্রছাত্রী । বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে ৪টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হবে। চার বছর মেয়াদি বিএসসি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করবে এখানকার ছাত্রছাত্রীরা।
শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ জানান, ২০২০-২০২১ শিক্ষা বর্ষে ১২৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে তাদের ৪টি ডিপার্টমেন্টে ক্লাস শুরু হবে চলতি মাস থেকে। এখন শুধু প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আছি।
গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান, ১৪৯ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৬টি সুবিশাল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। ভবনগুলো আমরা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। দ্রুত এই প্রকল্পটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
২০১৬ সালে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)

মন্তব্য করুন