সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২২, ১৫:০৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। বুধবারও একই নিয়মে ভোটগ্রহণ চলবে।

এবার আট হাজার ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির অডিটোরিয়ামে ৫২টি বুথ বসানো হয়েছে।

দুই দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও বিএনপিপন্থি প্রার্থীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলে অংশ নিয়েছেন।

এ ছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

গতবারের নির্বাচনে সভাপতিসহ আটটি পদে জয়লাভ করে আওয়ামীপন্থি সাদা প্যানেল। আর সম্পাদক পদসহ ছয়টি পদে জয় লাভ করে বিএনপি সমর্থিত নীল প্যানেল। তবে টানা নয় বছর ধরে সম্পাদক পদটি ধরে রেখেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

এবারের নির্বাচনে ১৪ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে সাদা প্যানেলের ১৪ জন, নীল প্যানেলের ১৪ জন এবং স্বতন্ত্র পাঁচজন।

নির্বাচনে সাদা প্যানেলের প্রার্থী হয়েছেন- সভাপতি পদে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির, সহসভাপতি পদে মোহাম্মদ হোসেন ও মো. শহীদুল ইসলাম, সম্পাদক পদে মো. আবদুন নুর দুলাল, সহসম্পাদক পদে মো. হারুনুর রশিদ ও এ বি এম হামিদুল মিসবাহ এবং কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম।

সাত সদস্য পদের প্রার্থীরা হলেন- হাসান তারিক পলাশ, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, সুব্রত কুমার কুণ্ডু, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন রাজিব ও ফাতেমা বেগম।

নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, সহসভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহসম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

এ প্যানেলের সাতটি সদস্য পদে প্রার্থীরা হলেন- মো. গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, মাহদীন চৌধুরী, ফাতিমা আক্তার, মোহাম্মদ ফয়সাল দস্তগীর, মো. মোস্তফা কামাল বাচ্চু ও আনোয়ারুল ইসলাম।

সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। একই পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দও।

এর বাইরে সহসভাপতি পদে একজন এবং সহসম্পাদক পদে দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :