হাইকোর্টে পিয়াসার জামিন, মুক্তিতে বাধা নেই

ঢাকার গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে হত্যার মামলায় আসামি ফারিয়া মাহবুব পিয়াসা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এই আদেশ দেন।
গত বছরের ৬ সেপ্টেম্বর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি মুনিয়া। তবে এর আগে গত বছরের ২ আগস্ট ঢাকার বারিধারার একটি বাসা থেকে পিয়াসাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা, মদ ও সীসা পাওয়া যায়। পিয়াসাকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুরের একটি বাসায় তাকে নিয়ে অভিযান চালিয়ে মৌ আক্তার নামে আরেক মডেলকে গ্রেপ্তার করা হয়।
সেসময় পুলিশ জানায়, পিয়াসাসহ চক্রটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিংয়ে জড়িত। পিয়াসা বড় বাসা নিয়ে একাই থাকে। মৌর বাসা একই রকম। এসব বাসায় ধনী পরিবারের লোকজন এসে মাদক সেবন করে এবং ছবি তুলে ব্ল্যাকমেইল করে।
পিয়াসা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। ২০১৫ সালে তাদের বিয়ে হয়েছিল। রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলায় ২০১৭ সালের ৬ মে সাফাত গ্রেপ্তার হওয়ার আগে ৮ মার্চ পিয়াসাকে তালাক দেন সাফাত। সাফাত জামিন পাওয়ার পর তার বাবা দিলদার আহমেদ সেলিম সাবেক পূত্রবধূ পিয়াসার বিরুদ্ধে একটি মামলা করেন।
এদিকে পিয়াসা গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার রুল নিষ্পত্তি করে আদেশ দেন আদালত।
আদালতে পিয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
পরে আইনজীবী নোমান হোসাইন তালুকদার সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইলো না। পিয়াসার বিরুদ্ধে আরেকটি মামলা থাকলেও তাতে তিনি জামিন পেয়েছেন।
(ঢাকাটাইমস/১৫মার্চ/বিইউ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

আমার স্বামী শারীরিকভাবে অক্ষম, অনেক ডাক্তার দেখিয়েও লাভ হয়নি: সানাই

যোগ্যতার তুলনায় অর্জন অনেক বেশি হয়েছে: চঞ্চল

৪০০ টাকার জন্য প্রযোজকের সঙ্গে ঝগড়া জড়ান সারা আলি!

আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ যাচ্ছে ‘কসাই’

প্রকাশ্যে নচিকেতার ‘সে একটা গাছ’

ঢাকার কনসার্টে গাইবেন অনুপম রায়

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

সানাইয়ের ওপেন চ্যালেঞ্জ

রাশিয়ার উৎসবে পুরস্কৃত ‘আম কাঁঠালের ছুটি’
