হাইকোর্টে পিয়াসার জামিন, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২২, ২০:১৮
অ- অ+

ঢাকার গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে হত্যার মামলায় আসামি ফারিয়া মাহবুব পিয়াসা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এই আদেশ দেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি মুনিয়া। তবে এর আগে গত বছরের ২ আগস্ট ঢাকার বারিধারার একটি বাসা থেকে পিয়াসাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা, মদ ও সীসা পাওয়া যায়। পিয়াসাকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুরের একটি বাসায় তাকে নিয়ে অভিযান চালিয়ে মৌ আক্তার নামে আরেক মডেলকে গ্রেপ্তার করা হয়।

সেসময় পুলিশ জানায়, পিয়াসাসহ চক্রটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিংয়ে জড়িত। পিয়াসা বড় বাসা নিয়ে একাই থাকে। মৌর বাসা একই রকম। এসব বাসায় ধনী পরিবারের লোকজন এসে মাদক সেবন করে এবং ছবি তুলে ব্ল্যাকমেইল করে।

পিয়াসা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। ২০১৫ সালে তাদের বিয়ে হয়েছিল। রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলায় ২০১৭ সালের ৬ মে সাফাত গ্রেপ্তার হওয়ার আগে ৮ মার্চ পিয়াসাকে তালাক দেন সাফাত। সাফাত জামিন পাওয়ার পর তার বাবা দিলদার আহমেদ সেলিম সাবেক পূত্রবধূ পিয়াসার বিরুদ্ধে একটি মামলা করেন।

এদিকে পিয়াসা গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার রুল নিষ্পত্তি করে আদেশ দেন আদালত।

আদালতে পিয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

পরে আইনজীবী নোমান হোসাইন তালুকদার সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইলো না। পিয়াসার বিরুদ্ধে আরেকটি মামলা থাকলেও তাতে তিনি জামিন পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/বিইউ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা