ইউক্রেনে রুশ হামলায় সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২২, ১১:১৯
অ- অ+

রুশ বাহিনীর হামলায় গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ইউক্রেনে ৫২ শিশুসহ সাতশর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্থাটির রাজনীতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো এ তথ্য জানান।

ডিকার্লো বলেন, ‘রুশ হামলায় হাসপাতাল ও স্কুলের মতো শত শত আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।’

জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য মতে, ‘১৭ মার্চ পর্যন্ত ৭২৬ জন নিহত এবং এক হাজার ১৭৪ জন আহত হয়েছে। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে।’ ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরেই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫শ বেসামরিক লোক নিহত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার ১৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও তারা দাবির পক্ষে বিস্তারিত তথ্য উপস্থাপন করেনি।

(ঢাকাটাইমস/১৮মার্চ/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা