৪৪ বসন্তে রানি মুখার্জী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২২, ০৯:৫০
অ- অ+

বলিউডের প্রথমসারির তারকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী রানি মুখার্জী। হিন্দি ছবির জগতে কাজের মাধ্যমে নিজেকে তিনি ভারতের সবচেয়ে উচ্চ স্তরের ব্যক্তিদের একজন করে তুলেছেন। তার দখলে রয়েছে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ৯০-এর দশকে চলচ্চিত্রে আসা রানি অভিনয় প্রতিভা দেখিয়ে এখনও ঝড় তোলেন দর্শক হৃদয়ে।

আজ (সোমবার) এই নায়িকার জন্মদিন। ৪৩ পেরিয়ে পা দিলেন ৪৪ বসন্তে। ১৯৭৮ সালের ২১ মার্চ রানির জন্ম হয়েছিল ভারতের মুম্বাইয়ে। তার বাবা রাম মুখার্জী একজন অবসরপ্রাপ্ত পরিচালক। মা কৃষ্ণা মুখার্জী চলচ্চিত্রে গান গাইতেন। ভাই রাজা মুখার্জী একজন চলচ্চিত্র প্রযোজক। রানির মাসি হলেন কলকাতার নামকরা অভিনেত্রী দেবশ্রী রায়। বলিউড সুপারস্টার কাজল তার সম্পর্কিত বোন।

১৯৯৬ সালে ১৮ বছর বয়সে বাবার পরিচালিত বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল রানির। ওই ছবিতে তার নায়ক ছিলেন পশ্চিম বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরের বছরই ‘রাজা কি আয়েগি বারাত’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়।

১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান রানি। ওই ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন বলিউডের সর্বকালের সেরা জুটি শাহরুখ খান ও কাজল। ক্যারিয়ারে তার ব্যবসাসফল ছবির সংখ্যা নেহাত কম নয়। কাজ করেছেন তার সময়কালীন বলিউডের প্রায় সব সুপারস্টার নায়কদের সঙ্গে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে রানি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন। তার উল্লেখযোগ্য প্রদর্শনী হচ্ছে নয়া দিল্লিতে অনুষ্ঠিত ‘টেম্পটেশন ২০০৫’। প্রতিবন্ধীদের জন্য অর্থ যোগানের উদ্দেশ্যেই এই শো করা হয়েছিল। সেই শোয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়া রানির সঙ্গে অংশ নিয়েছিলেন।

নায়িকার ব্যক্তিগত জীবন

২০১৪ সালে রানি বিখ্যাত পরিচালক ও প্রযোজক যশ চোপড়ার বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। গত ৯ বছর ধরে সুখেই কাটছে তাদের দাম্পত্য জীবন। বিয়ের আগে বিভিন্ন সময়ে নায়ক গোবিন্দ, আমির খান ও অভিষেক বচ্চনের সঙ্গে তার প্রেম সম্পর্কিত খবর প্রকাশ হয়েছে। যদিও সেসব স্রেফ গুজব বলে উড়িয়ে দেন নায়িকা।

ঢাকাটাইমস/২১ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা