মুন্সীগঞ্জে তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২২, ২২:৪১
অ- অ+

মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, তিনটি মোবাইল ফোন ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়। সোমবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- মো. আলমগীর হোসেন, মোমিন ইসলাম ও কামরুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত তিনটা থেকে চারটা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ১২ লাখ টাকা দামের ৪০ কেজি গাঁজাসহ মো. আলমগীর হোসেন, মোমিন ইসলাম ও কামরুল হাসান নামে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, তিনটি মোবাইল ফোন ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ মার্চ/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা