ইউক্রেনের বুচার শহরে রাস্তায় রাস্তায় মরদেহ, গণকবরে ৩০০ জনের দাফন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২২, ১১:৪৩| আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১:৫৬
অ- অ+

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে একটি গণকবরে প্রায় ৩০০ জনকে সমাহিত করা হয়েছে বলে দাবি করেছেন শহরের মেয়র আনাতোলি ফেডোরুক। বর্তমানে রুশ হামলায় সেখানকার রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে বলেও তিনি জানান।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার বুচা শহরের মেয়র এসব দাবি করেছেন।

এক ফোনালাপে এএফপিকে মেয়র বলেন,‘বুচায় আমরা ৩০০ জনকে গণকবরে দাফন করেছি। ব্যাপকভাবে ধ্বংস হওয়া শহরের রাস্তাগুলো মরদেহে ছেয়ে গেছে।‘

তিনি আরও বলেন,‘নিহত এই সকল মানুষকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে নারী-পুরুষ এবং ১৪ বছরের একটি কিশোরও রয়েছে।’

ফেদেরুক বলেন, শহরের রাস্তায় এমন কিছু গাড়ি পড়ে আছে, যার ভেতরে মৃতদেহ আছে। তাদের অনেককে সপরিবার হত্যা করা হয়েছে। কেউ কেউ বুচানকা নদী পার হয়ে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার চেষ্টার সময় হত্যার শিকার হয়।

তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ঠিক কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

প্রতিবেদনে এএফপি বলছে, গতকাল শনিবার শুধু বুচা শহরের একটি রাস্তাতেই কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখেছে তাদের প্রতিনিধিরা। নিহতদের সবার পরনে ছিল বেসামরিক পোশাক।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা শহরটি অবস্থিত এবং কিয়েভে প্রবেশ করতে হলে শহরটি পার করতে হয়।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা